সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের অবশ্যই গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতী অং সান সু চিকে মুক্তি দিতে হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘে এ আহ্বান জানাবেন। একইসঙ্গে ওই বক্তব্যে তিনি মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা ছাড়ার কথাও বলবেন।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেবেন ডমিনিক রাব। তখনই এ কথা বলবেন তিনি।
একইসঙ্গে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতেও বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার পর ডমিনিক রাবের কাছ থেকে এ আহ্বান আসছে। এছাড়া ইতোমধ্যে এই বিক্ষোভে কার্যত অচলও হয়ে পড়েছে মিয়ানমার।
যদিও এরইমধ্যে মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে।
গত শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী দিন ছিল শনিবার। এছাড়া এর আগেও একজন নিহত হয়েছেন।
শনিবারের ওই গুলির ঘটনায় ইতোমধ্যে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন ডমিনিক রাব। তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি মেনে নেওয়া যায় না।
টুইটারে পরারাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে দমন ও বিরুদ্ধমতকে রুদ্ধ করার বিরুদ্ধে তারা তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিবেচনা করবেন।
গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার দেশটিতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ এবং নির্বাচিত নেত্রী অং সান সু চিকে গ্রেপ্তার করার পর এর বিরুদ্ধে সোচ্চার হয় সাধারণ জনগণ। দুই সপ্তাহের বেশি সময় ধরে তারা বিক্ষোভ করছে এবং ক্রমেই জোরালো হচ্ছে এ কর্মসূচি।
সোমবার অং সান সু চির মুক্তি দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের হুমকি এড়িয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এ থেকে যেকোনো সময় আরো প্রাণহারি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন